নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনা প্রতিরোধে জরুরি অবস্থা ঘোষণার পর থেকেই পর্তুগাল ও স্পেনে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। শনিবার পর্যন্ত পর্তুগালে আক্রান্ত হয়েছেন ১৬৯ জন আর স্পেনে মারা গেছেন ১৯৫ জন। সরকারের ডাকে সাড়া দিয়ে নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরে থাকছেন দুদেশের নাগরিকরা। শুক্রবার জরুরি অবস্থা ঘোষণার পর থেকেই পুরো পর্তুগাল জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে দেড় শতাধিকেরও বেশি মানুষ। এছাড়া পর্যবেক্ষণে আছেন কয়েক হাজার নাগরিক। সরকারের ডাকে সারা দিয়ে প্রয়োজন ছাড়া কোন নাগরিক ঘর থেকে বের হচ্ছেন না। এছাড়া গণপরিবহণ ব্যবস্থাও নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুখোমুখি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। জরুরী অবস্থা ঘোষণার মাধ্যমে এই অবস্থা মোকাবেলার চেষ্টা চালাচ্ছে পর্তুগাল সরকার। এদিকে স্পেনেও চলছে জরুরী অবস্থা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।