Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ স্থগিতে ইংলিশ শিবিরে স্বস্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ৮:১২ পিএম

করোনা ভাইরাসের প্রভাবে স্থগিত হয়ে গেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। এমন পদক্ষেপে স্বস্তির নি:শ্বাস ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেছেন, পুরো দলই হাঁফ ছেড়ে বেঁচেছে এমন সিদ্ধান্তে। সিরিজটি তখনই বাতিল হয়েছে, যখন ইংল্যান্ড দল শ্রীলঙ্কায় চার দিনের প্রস্তুতি ম্যাচের মাঝেই ছিল। দ্বিতীয় দিনে আচমকা সিরিজ স্থগিতের সিদ্ধান্ত এলে, প্রস্তুতি ম্যাচটিও পরিত্যক্ত হয়ে যায়। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সফরকারী অধিনায়ক জো রুট। শ্রীলঙ্কা ছাড়ার আগে বলেছেন, ‘এই সিদ্ধান্ত স্বস্তি হয়েই এসেছে সবার কাছে। সিদ্ধান্তটা সঠিক বলে মনে হয়েছে।’

সিরিজ বাতিল হওয়ার আগে দলের সার্বিক চিত্রটা কেমন ছিল সেটি তুলে ধরেছেন রুট, ‘আপনারা দেখেছেন, ছেলেদের মন অন্য কোথাও পড়ে ছিল। তারা সবাই পরিবারের কথাই ভাবছিল। এখন আমরা ফিরতে পারবো, পরিবারের দেখাশোনা করবো। প্রিয়জনের সান্নিধ্যে থাকাটা ছেলেদের মনে প্রশান্তি এনে দেবে।’

খেলা চললে ছেলেরা নির্বিঘ্নে পারফর্ম করতে পারতো না। এমনটাই মনে করেন রুট, ‘এটা পরিষ্কার, চলমান পরিস্থিটা পারফরম্যান্সের অন্তরায় হয়ে দাঁড়াতো। ছেলেদের মানসিক স্থিতিতে প্রভাব ফেলতো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ