নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইপিএলের পর সকল ক্রিকেট আসর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের পর এবার সব ধরনের ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করে দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ১৬ মার্চ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে সব ধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত। করোনাভাইরাস মহামারির কারণে খেলা বন্ধ থাকবে কমপক্ষে ৩০ দিন।
সিডব্লিউআই-র মেডিকেল অ্যাডভাইজরি কমিটির (এমএসি) সুপারিশের পর খেলা পিছিয়ে দেওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। সব ধরনের মুখোমুখি বৈঠকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্তে পিছিয়ে গেছে ছেলেদের আঞ্চলিক অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপ, মেয়েদের আঞ্চলিক অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ, উইমেন্স সিএমআই সুপার ৫০ কাপ ও ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের শেষ দুই রাউন্ডের খেলা।
সঙ্গে সকল স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন ও টেরিটোরিয়াল বোর্ডকে তাদের নিজ নিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মেনে চলার অনুরোধও জানিয়েছে সিডব্লিউআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।