Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষটা রাঙাতে পারলনা ওল্ড ডিওএইচএস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ৩:৪২ পিএম

শুরুটা ছিল দুর্দান্ত। তবে শেষটা রাঙাতে পারলনা ওল্ড ডিওএইচএস-এর। আজ (সোমবার) ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে লিজেন্ডস অফ রূপগঞ্জকে ২৩১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে দলটি। নির্ধারিত ৫০ ওভারে ডিওএইচএস-এর সংগ্রহ সবগুলো উইকেটের খরচায় ২৩০ রান।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে টসে জিতে ব্যাট করতে নামে ওল্ড ডিওএইচএস। ব্যাটিংয়ে নেমে আনিসুল ইসলাম ইমন এবং রাখিন আহমেদের ব্যাটিং নৈপূণ্যে ১০৬ রানের উদ্বোধনী জুটি গড়ে ওল্ড ডিওএইচএস। ৭৬ বলে ৫৯ রান করে ইমনের বিদায়ে ভাঙে সেই জুটি।

এরপর দলীয় ১৩০ রানে ৪৮ করে বিদায় বিদায় নেন রাখিন আহমেদও। ব্যক্তিগত ৩৫ রান করে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়ও। সানজামুল হকের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।

প্রিতম কুমারের ৩৩ এবং আভিশেক দাসের ১৪ ছাড়া দলের স্কোরশিটে খুব একটা অবদান রাখতে পারেননি আর কেউই। শেষতক নিয়মিত উইকেট পতনের মধ্য দিয়ে ডিওএইচএস-এর ইনিংসের পরিসমাপ্তি হয় ২৩০ রানে।

রুপগঞ্জের হয়ে ৫৪ রানে তিনটি উইকেট নেন সোহাগ গাজী। আর দুইটি করে উইকেট নেন মোহাম্মদ শহিদ এবং আল আমিন হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ