নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৩৮ রান করেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন তাইবুর রহমান। আজ (সোমবার) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম দোলেশ্বরের। ৫২ রানে তিন উইকেট হারানো দলটি ১৫৪ রানের মধ্যে ছয়টি উইকেট হারায়।
মোহাম্মদ ইমরানুজ্জামান (৩৪), মার্শাল আইয়ুবরা (২৬) কেউই ইনিংস বড় করতে পারেননি। সপ্তম উইকেট জুটিতে এনামুল হক জুনিয়রের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তাইবুর।
শেষপর্যন্ত উইকেটে থেকে ৯৪ বলে ১১০ রান করেন তিনি। ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কার মার।
ব্রাদার্সের বোলারদের মধ্যে সাকলাইন সজীব নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন আলাউদ্দিন বাবু, রাহাতুল ফেরদৌস, মাইশুকুর রহমান ও আব্দুল কাইয়ুম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।