Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুশফিকের সেঞ্চুরিতে আবাহনীর স্বস্তি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ৩:৩৭ পিএম

মুশফিকুর রহিম যখন মাঠে নামলেন, স্কোরবোর্ডে তখন ৬ রানে ২ উইকেট নেই! অধিনায়ক মুশফিক ব্যাট হাতে হাল ধরলেন। ৫০ ওভার শেষে আবাহনীর যোগাড় দাঁড়াল ৭ উইকেটে ২৮৯ রান! যাতে মুশফিকের সঞ্চয় ১২৪ বলে ১২৭ রান! চলতি ওয়ালটন বঙ্গবন্ধু প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুই করলেন মুশফিক সেঞ্চুরি দিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে যে দুরন্ত ফর্ম দেখিয়ে ছিলেন সেটাই বজায় রাখলেন ঘরোয়া ক্রিকেটেও।

মুশফিকের সেঞ্চুরি ও মোসাদ্দেক হোসেনের হাফসেঞ্চুরি এবং শেষের দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে আবাহনী শুরুর শঙ্কা কাটিয়ে বিশাল স্কোরই গড়ে তাদের প্রথম ম্যাচে। সৈকত ৭৪ বলে ৬১ রান করেন। আর সাইফউদ্দিন মাত্র ১৫ বলে ৫ ছক্কায় অপরাজিত ৩৯ রান করে জানিয়ে দেন-ব্যাটিংয়ে ভালোই হাত পাকা তার।

মিরপুরে সকালে টস জিতে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিং বেছে নিয়েছিলেন। কিন্তু দলের শুরুটা হলো ভয়াবহ। সকালে ড্রেসিংরুমে বসে চাও ঠিকমতো খাওয়ার সময় পেলেন না মুশফিক! তড়িঘড়ি করে প্যাড পরে মাঠে নামতে হলো তাকে ম্যাচের দ্বিতীয় ওভারেই। দলের দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ দুজনেই শূন্য রানে আউট। ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্তকেও চটজলদি ফিরিয়ে দিলেন জয়নুল ইসলাম। মুশফিক এক প্রান্ত আঁকড়ে রাখলেও অন্য প্রান্তে আবাহনীর ব্যাটসম্যানদের আসা-যাওয়া চলছিলই। ২১.৪ ওভারে মাত্র ৬১ রানে দলের পাঁচ ব্যাটসম্যান আউট। সেই বিপর্যয় শেষ পর্যন্ত আবাহনী কাটিয়ে উঠে মুশফিক রহিমের দৃঢ়তায়। ১১ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১২৪ বলে ১২৭ রানের ইনিংস দিয়ে মুশফিক শুরু করলেন এবারের প্রিমিয়ার ক্রিকেট।

পারটেক্সের হয়ে ম্যাচের সেরা বোলার জয়নুল ইসলাম। এই পেসার ১০ ওভারে ২৮ রানে ৩ উইকেট পান। যার মধ্যে মেডেন ছিল পাঁচটি!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ