Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করাচি কিংসের সহজ জয়

পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১:১২ এএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল)’র আটাশতম ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা করাচি কিংস।

শনিবার রাতে করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংসরা ৪ উইকেটে হারায় ইসলামাবাদ ইউনাইটেডকে।

টসে জিতে করাচি কিংস প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইসলামাবাদকে। ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৩৬ রান। হুসাইন তালাত ৩০ বলে সর্বোচ্চ ৩৭ ও ফিল সাল্ট ১৯ বলে ২৫ রান করেন। করাচির ইফখার আহমেদ, আরশাদ ইকবাল ও উমাইদ আসিফ যথাক্রমে ১২, ১৩ ও ১৪ রানে পান ১টি করে উইকেট।

জবাবে জয়ের জন্য সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে করাচি কিংস চার বল হাতে রেখে ৬ উইকেটে ১৩৭ রান করে জয় তুলে নেয়। শারজিল খান ১৪ বলে ৩৭ ও ইমাদ ওয়াসিম ৩৪ বলে ২৬ রান করেন। ইসলামাবাদের শাহদাব খান ২৮ রানে পান ২ উইকেট।

করাচির শারজিল খান ম্যাচ সেরা নির্বাচিত হন।

এই জয়ে নয় ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয়স্থান ধরে রাখলো করাচি কিংস। দশ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া ইসলামাবাদ ইউনাইটেডের অবস্থান সবার শেষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ