বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি বলেন, সন্ত্রাস দুর্নীতি মাদক সমাজের রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দলের নাম ভাঙ্গিয়ে এসব দেদারছে করছে।
গতকাল শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পেশাজীবী মানুষের সাথে একান্ত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী।
মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, ইসলামী অনুশাসন ছাড়া এসব থেকে মুক্তি পাওয়ার কোন পথ নেই। তিনি বলেন, ইসলাম দলমত নির্বিশেষে সকলের কল্যাণ নিশ্চিত করেছে। তিনি বলেন, আজ রাজনীতিকে কতিপয় স্বার্থান্বেষী মহল কলুষিত করে ফেলেছে। এসব টাউট বাটপারদের হাত থেকে দেশকে রক্ষায় সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। কেননা ইসলামই একমাত্র শান্তি ও মুক্তির গ্যারান্টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।