Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘করোনাভাইরাসে সচেতন হোন’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০০ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আহ্বান জানান। এ শহরের প্রতি আলাদাভাবে দায়িত্ব ও কর্তব্য রয়েছে উল্লেখ করে মেয়র নাছির বলেন, এ শহরের ভালমন্দ দেখার দায়িত্ব সকলের। প্রধানমন্ত্রী বন্দরনগরীর গুরুত্ব অনুধাবন করে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প প্রদান করে আসছেন। তিনি বলেন, সংকীর্ণতা পরিহার করতে পারলে অচিরেই আমরা একটি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক মুখ্য সচিব আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. সেলিম উদ্দিন, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি মেয়র

২৯ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ