Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইতালিফেরত ২১ জন কোয়ারেন্টাইনে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৯:২২ পিএম

ইতালি থেকে চট্টগ্রাম দিয়ে আসা প্রবাসী আরও ১৪ জনকে নিজ বাড়িঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে আজ শনিবার পর্যন্ত ইতালিফেরত ২১ জনকে নিজ বাসায় কোয়ারেন্টাইনে তথা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদেরকে অন্তত দুই সপ্তাহ স্বেচ্ছায় নিজবাড়ির কোয়ারেন্টাইনে থাকতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন। 

চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ইতালি থেকে ফেরা প্রবাসীরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসেন, তখন বিমানবন্দরেই নতুন করে ১৪ জনসহ এ যাবত ২১ জনকে বাড়ির কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয় মেডিকেল টিম। তাদের ফোন নাম্বার সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের দেয়া হয়েছে। এর আগে গত ৮ মার্চ ইতালিফেরত ৭ জনের স্বাস্থ্যগত অবস্থা এখনও স্বাভাবিক বলে জানান সিভিল সার্জন অফিসের একজন কর্মকর্তা। # আ/আলী ১৪/০৩/২০২০ইং



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়ারেন্টাইন

৬ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ