Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মাঠের উপর খুঁটি স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন স্থাপন চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৭৩নং ঘুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ জায়গায় বিদ্যুদের খঁটি স্থাপন করুন। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বজায় রাখুন। লেখা ব্যানার বহন করতে দেখা যায়।
জানা যায়, ওই বিদ্যালয়ের মাঠে ইতিমধ্যে ৩৩ হাজার ভোল্টের প্রবাহিত পল্লিবিদ্যুতের একটি খুঁটি রয়েছে। ওই খঁটিটি স্থানান্তরের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ পল্লীবিদ্যুতের স্থানীয় অফিসে আবেদন করেছেন। সম্প্রতি ধামরাই থেকে মির্জাপুরে আসা বিদ্যুৎ লাইনের আরও একটি খুঁটি ওই বিদ্যালয়ের মাঠে স্থাপনের চেষ্টা করে। এই খুঁটি স্থাপনের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে সড়কে মানববন্ধন করে। এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয়দের অনেককেই অংশ নিতে দেখা গেছে।
ঘুগী গ্রামের বাসিন্দা স্থানীয় ছাত্রলীগ নেতা সজিব আহমেদ বলেন, ইতিমধ্যে বিদ্যালয়ের মাঠের এক পাশ দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুতের লাইন রয়েছে। তারপর আবার নতুন আরও একটি লাইন টানার চেষ্টা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ে নতুন কোনো ভবন নির্মাণ করা সম্ভব হবে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কান্তি চক্রবর্তী ও পরিচালনা পরিষদের সভাপতি শামীম আল মামুন বলেন, কোমলমতি শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে। একাধিক খুঁটি স্থাপন হলে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্টসহ জীবন ঝুঁকির মধ্যে পড়বে।
টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মোর্শেদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের কোনো সমস্যা হলে নতুন লাইন টানা হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুঁটি-স্থাপন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ