নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনা ভাইরাসকে ইতোমধ্যেই মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও)। ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। বিশ্বজুড়ে প্রায় সকল ক্রীড়া ইভেন্টই এ ভাইরাস আতঙ্কে স্থগিত হয়ে গেছে। সংশয় জেগেছে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে।করোনা আক্রান্ত দেশের তালিকায় নাম লিখিয়েছে পাকিস্তান। এছাড়া দেশটির করাচিতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। আর করাচিতেই একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা বাংলাদেশের।
পাকিস্তান সফর নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমদের পাকিস্তান যাওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন তিনি। গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ব্যাংকার্স ক্রিকেটের ফাইনাল শেষে পাপন বলেন, ‘এখন পর্যন্ত যা দেখছি চতুর্দিকে অবশ্যই অনিশ্চয়তা তো আছেই। আমরা অপেক্ষা করছি। কাল পরশুর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন পর্যন্ত কিছু হয়নি। এটা এখনো প্রক্রিয়াধীন আছে। আমার মনে হয় দুই একদিনের মধ্যেই আমরা নিশ্চিত করে বলতে পারব কী হতে যাচ্ছে। তবে সব জায়গায় ভ্রমণে যেভাবে বিধিনিষেধ দেওয়া হচ্ছে, সুযোগ কমই মনে হচ্ছে। খুবই কঠিন।’
করাচিতে করোনার আক্রমণ বেশি হওয়ায় শেষ দফায় ভেন্যু পরিবর্তন হবে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল। তবে সে সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন পাপন। তিনি বলেন, ‘সেই সুযোগ নেই। তবে সফরটি অন্য কোনো সময় করতে হতে পারে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।