Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিবাহিত পুরুষের প্রেমে পড়ো না : নীনা গুপ্তা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

এতদিন পর বোধোদয় হয়েছে অভিনেত্রী নীনা গুপ্তার। সেই ১৯৮০’র দশকে তিনি ক্রিকেটার ভিভিয়ান ‘ভিভ’ রিচার্ডসের প্রেমে পড়েছিলেন, আর সেসময় ভিভ বিবাহিত ছিলেন। তিনি তার নারী ভক্তদের এখন পরামর্শ দিচ্ছেন যাতে তারা বিবাহিত পুরুষের প্রেমে না পড়ে। তিনি স্বীকার করেছেন এজন্য তিনি অনেক ভুগেছেন আর জীবনে অনেক শাস্তি পেয়েছেন। উত্তরাখণ্ডের মুক্তেশ্বরে তিনি একটি ভিডিও শুটে অংশ নেন; এতে তিনি দাম্পত্য জীবন কিভাবে শুরু করা যেতে পারে সে ব্যাপারে তার মত দিয়েছেন। তিনি বলেন : “সে তোমাকে বলবে তার স্ত্রীকে সে পছন্দ করে না, তাদের মাঝে অনেকদিন ধরেই বনিবনা হচ্ছে না। তাতে তুমি প্রেমে পড়ে যাবে, কিন্তু সে তো একজন বিবাহিত পুরুষ। তুমি জিজ্ঞাসা করবে,’তাহলে আলাদা হয়ে যাচ্ছ না কেন?’, সে তখন জবাব দেবে, ‘’না, না, আমাদের সন্তানাদি আছে তো’।” তিনি জানান এরপর তারা গোপনে দেখা সাক্ষাত শুরু করে আর আবকাশ যাপন করতে শুরু করে একসঙ্গে। তার মানে একসঙ্গে রাত্রিযাপন শুরু হয়ে যায়, আর এর ফলে “তুমি তাকে বিয়ে করার ইচ্ছে জানাও।” তারপর প্রেমিকাটি চায় পুরুষটি তার স্ত্রীকে তালাক দিক, কিন্তু সে তখন বলবে,” ব্যাপারটা এতো সহজ নয়, এর মধ্যে সম্পত্তি আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপার আছে।” ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্ক থাকলেও নীনার সঙ্গে তার বিয়ে হয়নি, এদের কন্যা মাসাবা (৩১) একজন ফ্যাশন ডিজাইনার। পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিবাহিত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ