বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌরসভা নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে পৌরবাসী।
রোববার সন্ধ্যায় পৌর এলাকার কালীমন্দির চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজসেবক হাজী ইংগুল আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, ঘাঘর ইউনিয়নের চেয়ারম্যন নাদের আলী মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, মিয়া হানিফুজ্জামান, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, মুক্তিযোদ্ধা মুজিবুল হক, সমাজসেবক মোতাহার হোসেন সরদার, উপজেলা জাপার সভাপতি চক্রধর মÐল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক নারায়ণ চন্দ্র দাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, আওয়ামী লীগ নেতা সিরাজ সরদার ও কবিরুল ইসলাম রুনি বক্তব্য রাখেন।বক্তারা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ কোটালীপাড়া পৌরসভার নির্বাচনের দাবি জানান। উল্লেখ্য, গত ফ্রেরুয়ারি মাসে কোটালীপাড়া পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কিন্তু ঘাঘর ইউনিয়ন পরিষদের সঙ্গে পৌরসভার মামলা থাকার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া সফর করেন। তখন পৌর নির্বাচনের দাবিতে পৌরবাসী পোস্টারিং করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।