Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি থেকে সরে দাঁড়ালো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৬:৫১ পিএম

করোনা আতঙ্কে এবার মুক্তি থেকে সরে দাঁড়ালো ঢালিউড কুইন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা। এর আগে মুক্তির তারিখ পেছানো হয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র।

আসছে ২০ মার্চ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি মুক্তির কথা ছিলো। কিন্তু করোনার প্রভাবে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস।

সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, আমরা চাইনি দর্শক মনের মধ্যে করোনার ভয় নিয়ে সিনেমা হলে আসুক। সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সিনেমাটি মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে সুবিধা মতো সময়ে সিনেমাটি মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।

তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।

সিনেমার বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম, আকাশ সেন। 

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্বশুরবাড়ি জিন্দাবাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ