Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় আক্রান্ত সাম্পদোরিয়ার পাঁচ ফুটবলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৬:১৪ পিএম

চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে বাজে পরিস্থিতিতে ইতালি। কার্যত অবরুদ্ধ দেশটির বেশিরভাগ অঞ্চল। সবধরনের ক্রীড়া ইভেন্টও স্থগিত রেখেছে ইতালি সরকার। তবুও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েইে চলেছে ইতালিতে। ফুটবলারারও রেহাই পাচ্ছেন না। জুভেন্টাস ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির পর এবার সিরি আ ফুটবল লীগের দল সাম্পদোরিয়ার পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমে সাম্পদোরিয়ার ইতালিয়ান স্ট্রাইকার মানোলো গাব্বিয়াদিনি। এরপর দলের মেডিকেল স্টাফদের সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষা করা হয় আরো চার খেলোয়াড়ের।

পরীক্ষায় পজিটিভ ফল এসেছে সুইডিশ মিডফিল্ডার আলবিন একদাল, নরওয়েজিয়ান মিডফিল্ডার মরটেন থ্রুসবে, গাম্বিয়ান ডিফেন্ডার ওমর কোলি ও ইতালিয়ান ফরোয়ার্ড আন্তোনিও গামিনার।

সিরি আ ফুটবল লীগের আরেক ক্লাব ফিওরেন্টিনারও দুই খেলোয়াড় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে দলটি জানায়, দলের অধিনায়ক আর্জেন্টাইন ডিফেন্ডার হারমান পেজেল্লা ও ইতালিয়ান ফরোয়ার্ড প্যাটট্রিক কুত্রোনের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়ায় তাদের পরীক্ষা করা হয়। এবং দুই জনেরই ফলাফল পজিটিভ এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ