Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনাদের বাদুড়-কুকুর খাওয়ার সমালোচনায় শোয়েব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৬:১১ পিএম

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের শিকার হয়ে সারা বিশ্বে মারা গেছে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ। ব্যাপক ক্ষতির শিকার হয়েছে সারা বিশ্বের ক্রীড়াঙ্গনও। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের নাগরিকদের খাদ্যাভাসের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘চায়নিজরা কিভাবে বাদুড়, কুকুর, বিড়াল খায় সেটা আমার বোধগম্য নয়। এসব প্রাণী থেকে তৈরিকৃত খাবার খাওয়ার কারণে সারা বিশ্বে তারা একাধিক ভাইরাস ছড়িয়েছে। সর্বশেষ করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন ঝুঁকির মুখে।

টুরিজম শিল্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈশ্বিক অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়েছে। এককথায় সারা বিশ্ব অচল হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আমি চীনের মানুষের বিপক্ষে নয়। সেদেশের বন্যপ্রাণী আইনের বিপক্ষে আমি। এসব প্রাণী খাওয়া সম্ভত তাদের সংস্কৃতির অংশ। কিন্তু এ বিষয়টি যখন পুরো মানবজাতিকে হুমকির মুখে ফেলেছে তখন সেটা ত্যাগ করা উচিত।’

সাবেক এই গতি তারকা সবচেয়ে বেশি ক্ষোভ দেখিয়েছেন করোনা ভাইরাসের প্রভাবে পাকিস্তানের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে এ কারণে। বহুদিন পর পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সিরিজ খেলছে বাংলাদেশ। যার দুটি পর্ব সফলভাবে সম্পন্নও হয়েছে। কিন্তু বাংলাদেশের তৃতীয় পর্বের সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে করোনা ভাইরাসের কারণে। পাকিস্তান সুপার লীগও (পিএসএল) ক্ষতিগ্রস্ত হয়েছে। সিংহভাগ বিদেশি ক্রিকেটার ইতোমধ্যে পাকিস্তান ছেড়ে গেছেন। এ প্রসঙ্গে শোয়েব আখতার বলেন, ‘আমি ক্ষুব্ধ এ কারণে, পাকিস্তানে অনেকদিন পর নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। পিএসএলের সবম্যাচ প্রথমবার পাকিস্তানে হচ্ছে। ঠিক সে মুহূর্তে করোনা ভাইরাসের কারণে সব কিছু এলোমেলা হতে চলেছে। বিদেশী ক্রিকেটাররা চলে যাওয়াতে এবং দর্শকশূন্য মাঠে খেলা হওয়ায় পিএসএল রঙ হারিয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ