নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নিজের অধিনায়কত্ব ছেড়েদেন মাশরাফি মুর্তজা। এরপর তার উত্তরসূরী হিসেবে দেশসেরা ওপেনার তামিমকে বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতেই মাশরাফির মতো সাফল্য এনে দেবেন এমন আশ্বাস দিচ্ছেন না তামিম। তবে সময় দিলে দলকে ভালো কিছু দিতে পারবেন তিনি। এজন্য সবাইকে ধৈর্য্য ধরার আহবান জানান তিনি। এছাড়া অধিনায়কত্বে আক্রমণাত্বক থাকতে চান এই বাঁহাতি ওপেনার।
অধিনায়কত্বে খুব বেশি অভিজ্ঞতা নেই তামিমের। গেল বছর মাশরাফির চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেন তিনি। ব্যাট হাতে নিজের সঙ্গে দলও হয়েছে পুরোপুরি ব্যর্থ। নিজের অনভিজ্ঞতার কথা অবশ্য স্বীকার করেই চেয়েছেন সময়, ‘সত্যি কথা বলতে আমি খুব অভিজ্ঞ একজন অধিনায়ক না। যদি বলেন, আমি অনেক জায়গায় অধিনায়কত্ব করেছি কি না- উত্তর না। আমার ব্যাপারে যেটা সবাইকে বলব একটু সময় দিতে হবে। একটা নরমাল কথা যে, কেউ অধিনায়ক হলে ব্যাটিং পারফরম্যান্স খারাপ হয়ে যায়। আমি নিজেও জানিনা ৬ মাস বা ১ বছর পর আমার ব্যাটিং পারফরম্যান্স কেমন হবে। আপনাদের (সাংবাদিক) একটু ধৈর্য রাখতে হবে, আমাদের দর্শক যারা আছেন তাদেরকেও ধৈর্য রাখতে হবে।’
দলের সেরা সাফল্য অর্জনে নিজের সবটুকুই দেবেন বলে জানান দেশসেরা এই ওপেনার, ‘আমার এটাই কাজ থাকবে, দলের বৃহত্তর স্বার্থে আমার যা যা করার দরকার আমি তাই করার চেষ্টা করব। আমি সফল হব কি হব না সেটা আমি জানি না। আমি চেষ্টা করব যে সবকিছু সঠিক করার।’
মাশরাফির কাছ থেকে অধিনায়কত্ব পেলেন বলেই চাপটা একটু বেশি তামিমের জন্য। ‘যেকোনো জিনিস ১ ম্যাচ, ১ সিরিজ, ৫ ম্যাচ দেখে বিচার করাটা কঠিন। আর বিশেষ করে আমি এমন একজনের কাছ থেকে নিচ্ছি (মাশরাফি বিন মর্তুজা) যে, সরাসরি ওনার লেভেলে চলে যাওয়া খুবই কঠিন। আমি এটা খুব ভালো করে জানি, উনি এত বছর ধরে অধিনায়কত্ব করেছেন, ওনার অধীনে আমরা অনেক কিছু অর্জন করেছি। যদি সরাসরি ওনার লেভেলে যেতে পারি তাহলে তো ভালো, আর না যেতে পারলে আমাকে আপনাদের সময় দিতে হবে।’
মাঠের ক্রিকেটের নেতৃত্বে আগ্রাসী তামিমকে দেখা যাবে বলেও দিয়েছেন আভাস, ‘অনফিল্ড অধিনায়কত্বে আমার দর্শন হলো আমি আক্রমণাত্মক থাকব। সব সময় আমি আক্রমণাত্মক থাকতেই পছন্দ করি। একটা জিনিস কি, পরিস্থিতি বুঝতে হবে, আমাদের সামর্থ্যও বুঝতে হবে। সবকিছু দেখেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে কোন পথে যেতে হবে। আমি আপাতত এটাই আপনাদের সবাইকে বলতে পারি, আমার এই ক্ষেত্রে একটু ধৈর্য রাখেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।