Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলা মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৪:৪৬ পিএম

ইংলিশ প্রিমিয়ার লীগের জমজমাট আসরটিতে এখন পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে আছে লিভারপুল। অল রেডরা ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো যখন শিরোপা জয়ের স্বপ্নে বিভোর, তখনই করোনার কারণে আপাতত ৪ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে খেলা।

এ সময়ের মধ্যে পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হলে কী হবে প্রিমিয়ার লীগের ভবিষ্যৎ, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ক্রিড়া বিশ্লেষকদের মতে, খেলা আর মাঠে না গড়ালে নিয়ম অনুসারেই লিভারপুলের হাতে শিরোপা তুলে দেবে লীগ কর্তৃপক্ষ। খবর যুক্তরাজ্যের ডেইলি স্টারের।

লীগ স্থগিত হওয়ার আগ পর্যন্ত ২৯ ম্যাচে ২৭ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে অল রেডদের পয়েন্ট ৮২। মৌসুমজুড়ে প্রবল দাপট দেখানো এ দল ৬৬টি গোল করার বিপরীতে হজম করেছে ২১টি। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৫৭ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তিন ও চার নম্বরে রয়েছে লিচেস্টার সিটি ও চেলসি।

অবশ্য খেলা যদি আবারও মাঠে গড়ায়, সেক্ষেত্রেও লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়া আটকানো প্রায় অসম্ভব ব্যাপার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ