Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা দিপুল দেওয়ান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৪:১২ পিএম

চলে গেলেন নতুন মুখের সন্ধান থেকে আসা চলচ্চিত্র অভিনেতা দিপুল দেওয়ান, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ মার্চ) সকালে নিজ বাসভবন খিলগাঁও-এ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

শনিবার বিকেলে আসরের নামাজের পর এই অভিনেতাকে বিক্রমপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।

বাংলাদেশ ফিল্ম ক্লাবের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন তিনি। সবশেষ প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী কথাচিত্র থেকে নির্মাণাধীন এবং নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেন দিপুল দেওয়ান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ ফিল্ম ক্লাব, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিপুল দেওয়ান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ