Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশ্বরগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ২:৪১ পিএম

ময়মনসিংহের ঈশ^রগঞ্জে আব্দুস সালাম হত্যার যাবজ্জীবন দ-প্রাপ্ত মূল আসামী আব্দুল খালেক (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কুমিল্লা জেলার লাঙলকোট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০০২ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার রাউলেচর গ্রামের আব্দুস সালাম কে দেশীয় অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদি হয়ে ৫জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। ২০১৭ সালের ৬জানুয়ারী আদালত ওই মামলার রায় প্রকাশ করেন। মামলার প্রধান আসামী আব্দুল খালেককে যাবজ্জীবন দ- প্রদান করেন বিচারক। দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন দ- প্রাপ্ত আসামী আব্দুল খালেককে কুমিল্লার লাঙলকোট এলাকা থেকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ