Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পেশোয়ারকে হারিয়ে শীর্ষেই মুলতান

পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১:২০ এএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল)’র সাতাশতম ম্যাচে পেশোয়ার জালমিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো শিরোপা প্রত্যাশি মুলতান সুলতান্স। শুক্রবার রাতে করাচী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুলতান ৩ রানে হারায় তালিকার তৃতীয়স্থানের দল পেশোয়ারকে।

টসে জিতে পেশোয়ার প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মুলতানকে। ব্যাট করতে নেমে মুলতান সুলতান্স জিসান আশরাফের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৫৪ রান। জিসান ৩৯ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। খুশদিল শাহ ২০ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। পেশোয়ারের রাহাত আলী ২৪ রানে পান ৩ উইকেট।

জবাবে জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইমাম-উল হকের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তুললে জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসে পেশোয়ার জালমি। ইমাম ৪১ বলে সর্বোচ্চ ৫৬, শোয়েব মালিক ২৫ বলে ৩০ এবং উমর আমিন ২৩ বলে ২৯ রান করেন। মুলতানের সোহেল তানভির ২৬ রানে ৩ ও আলী শফিক ৩১ রানে ২টি উইকেট পান।

বিজয়ী দলের জিসান আশরাফ ম্যাচ সেরা নির্বাচিত হন।

এই জয়ে নয় ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তালিকায় সবার আগে মুলতান সুলতান্স। দশ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানেই রাইল পেশোয়ার জালমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ