পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বাংলামটর এলাকায় বেপরোয়া লরি গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন ফুটপাতে ঘুমন্ত এক যুবক। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে বাংলামটর বাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বাংলামোটর বাস স্ট্যান্ডের জহোরা স্কয়ার মার্কেটের সামনে ফুটপাতে ঘুমিয়ে ছিলেন অজ্ঞাত এক যুবক। এ সময় রাস্তায় বেপরোয়া একটি ট্রাক অপর একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে লরিটি ফুটপাতে ঘুমিয়ে থাকা ওই যুবকের ওপর উঠে যায়। এ সময় সে গুরুতর আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার ভোর ৪টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, লাশ ময়না তদন্ত শেষে মর্গে রাখা আছে। এখনো তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।