Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনামিকা ত্রিপুরা’র আমার মনের রাগ রাগিনী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

গত ১১ মার্চ সন্ধ্যায় শাহাবাগস্থ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে লেজার ভিশনের আয়োজনে লেখক, গীতিকার ও সঙ্গীতশিল্পী অনামিকা ত্রিপুরা’র অ্যালবাম ‘আমার মনের রাগ রাগিনী’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ও বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মহাদেব ঘোষসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব বিক্রম কিশোর ত্রিপুরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী স্বকন্ঠে অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করেন। অ্যালবামটিতে রবীন্দ্রনাথের বসন্তের কয়েকটি জনপ্রিয় গান আবৃত্তি স্থান পেয়েছে।
ছবিঃ অনামিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনামিকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ