প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি বলিউড কিংবদন্তী দিলীপ কুমারের জীবন ও সময় নিয়ে লেখা একটি বইতে প্রকাশ করা হয়েছে তার সমকালীন চিরসবুজ অভিনেত্রী মধুবালা একসময় দিলীপ আর অভিনেতা প্রেম নাথের সঙ্গে একই সঙ্গে রোমান্স চালিয়ে গিয়েছিলেন। সেই সময়ের গুঞ্জন-গুজব ও সংবাদের উপর ভিত্তি করে ব্লুমবারি থেকে প্রকাশিত ত্রিনেত্রা বাজপাই এবং অংশুলা বাজপাইয়ের লেখা ‘দিলীপ কুমার : পিয়ারলেস আইকন ইনস্পায়ারিং জেনারেশন্স’ বইতে উল্লেখ করা হয় দিলীপ কুমারের সঙ্গে দেখা হবার আগে মধুবালা প্রেম নাথের সঙ্গে প্রেম করতেন। ‘বাদল’ ফিল্মের শুটিং থেকে মধুবালা আর প্রেম নাথের সম্পর্কের সূচনা হয়। প্রেম যখন জানতে পারেন মধুবালা দিলীপের প্রতি আকৃষ্ট, তাদের সম্পর্কের ইতি ঘটে। ‘আন’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয়ের পর থেকেই দিলীপ আর প্রেমের মধ্যে বন্ধুত্ব ছিল। প্রেম জানতে পারেন মধুবালা আর তার বন্ধু দিলীপের মধ্যে সম্পর্ক গভীর এবং মধুবালাও দিলীপকেই ভালবাসেন তিনি নিজেকে গুটিয়ে নেন। প্রেম নাথ পরে বিনা রায়কে বিয়ে করেন। দিলীপ-মধুবালার সম্পর্কও টেকেনি। অনেকে নিশ্চিত মধুবালার (মমতাজ জাহান বেগম) বাবা আত্তাউল্লাহ খান দিলীপের (ইউসুফ খান) সঙ্গে তার মেয়ের সম্পর্ক মেনে নিতে পারছিলেন না কারণ বিয়ে হলে অভিনয়কে বিদায় দিতে হবে তাতে পরিবারের একমাত্র আয় বন্ধ হয়ে যেতে পারে। আর খান চাইতেন দিলীপ শুধু তার ব্যানারে তার মেয়ের সঙ্গে জুটি হয়ে কাজ করবে, যা দিলীপের মনে ধরেনি।
ছবিঃ মধুবালা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।