Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুমায় হস্তশিল্পের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বান্দরবান থেকে | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় বম সম্প্রদায়ের তৈরি হস্তশিল্পের বিক্রয় ও প্রদশনী কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি) প্রধান অতিথি হিসেবে থেকে এই হস্তশিল্পের বিক্রয় ও প্রদশনী কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনের শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি) বলেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় ও পরিস্কারপাড়া হিসেবে মুনলাইপাড়া ইতোমধ্যে দেশের সর্বত্র সুনাম কুড়িয়েছে। এখানকার আদিবাসীদের তৈরি হস্তশিল্পের যথেষ্ঠ চাহিদা রয়েছে দেশব্যাপী। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আমরা এই এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছি এবং আরো অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, এলাকায় পর্যটকদের আগমন যাতে আরো বেশি ঘটে এবং এখানকার হস্তশিল্প যাতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে তার জন্য উন্নয়ন বোর্ড বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রাখবে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি) ছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বড়ূয়া, সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. আবু বিন ইয়াছিন আরাফাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ