রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই উপজেলার কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী (এনএনআইএন) মশারি দেয়া হয়। জাতীয় ম্যালেরিয়া নিমূল কমসূর্চির আওতায় উপজেলা ব্র্যাকের সহযোগিতায় গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডা. মাসুদ আহমেদ চৌধুরী।
বিতরণকালে তিনি বলেন, এ উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে মশারি বিতরণ করা হবে এবং এ উপজেলাকে মশামুক্ত এলাকায় পরিণত করা হবে। রাঙ্গামাটি জেলা ব্র্যাক কর্মকর্তা সাইফুদ্দিন বলেন, রাঙ্গামাটি জেলার প্রতিটি উপজেলায় বাংলাদেশ সরকারের ম্যালেরিয়া নিমূল কর্মসূচির আওতায় ব্র্যাকের সহযোগিতায় প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা ব্র্যাক কর্মকর্তা সঞ্চয় চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেনসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।