Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-দ. আফ্রিকা সিরিজ বাতিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ৭:৩৯ পিএম

করোনাভাইরাসের আতঙ্কে বাতিল হলো ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ। বিশ্বব্যাপী করোনা ভয়াবহ রূপ ধারণ করায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ধর্মশালায় প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর লক্ষ্ণৌ ও ইডেন গার্ডেনে ফাঁকা গ্যালারিতে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আজ (শুক্রবার) বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজের বাকি দুই ম্যাচ আর মাঠে গড়াবে না। পরবর্তীতে দুই বোর্ড আলোচনার মাধ্যমে নতুন সূচিতে এই সিরিজ খেলবে বলেও জানানো হয়।

এর আগে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। টুর্নামেন্টটি ২৯ মার্চ মাঠে গড়ানোর কথা থাকলেও তা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে তারা।

প্রসঙ্গত, শুক্রবার সকাল পর্যন্ত প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৪ হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৮৪ জন। এদের মধ্যে ৬৮ হাজার ৬৫৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে উঠেছেন। খবর ‘সিএনএন’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ