বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৬ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো জ্ঞান ফিরেনি গাজীপুরের কালিগঞ্জে উদ্ধার হওয়া অজ্ঞাত (১২) মাদ্রাসা ছাএের। কালিগঞ থানার পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় প্রথমে কালিগঞ হাসপাতালে এখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এখানেও তার জ্ঞান না ফেরায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। কালিগঞ্জ থানার এস আই কাজী কামাল জানান, কালিগঞ থানাধীন আজমতপুর সড়কের পাশে ওই কিশোর কে আহত অঞান অবস্থায় দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার এস আই কাজী কামাল তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ পরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করেন। এখানে তার অবস্থার কোন প্রকার উন্নতি না হওয়ায় এবং জ্ঞান না ফেরায় তাকে সোমবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করা হয়। উদ্ধারের সময় ওই কিশোরের পরনে ছিল সাদা পায়জামা ও গোল হাতাওয়ালা গেঞ্জি। মাথার বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারনা উদ্ধার কৃত কিশোর ছেলেটি কোন মাদ্রাসার ছাএ। অপহরনের পর মুক্তিপণ না পেয়ে তাকে মেরে মৃত্যু নিচ্ছিত ভেবে ফেলে রেখে যায়। এস আই কাজী কামাল আরো জানান,উদ্ধারের ৬ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো তার জ্ঞান ফিরেনি।
উদ্ধারকৃত ছেলেটির কোন পরিচয় না পাওয়ায় এবং তার ঞান না ফেরায় নিজ খরছে তিনি সব কিছু করে যাচেছন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।