Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার স্থগিত হল বার্সা, বায়ার্ন ও ম্যানইউ-র ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ৬:১৬ পিএম

আগামী ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগসহ সকল ধরনের ফুটবল টুর্নামেন্টের ম্যাচ স্থগিত করেছে উয়েফা। করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা। ২০ মার্চ হতে যাওয়া টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের ড্র অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস-অলিম্পিক লিঁ-র মধ্যকার ম্যাচ আগেই স্থগিত হয়ে গেছে। অপেক্ষা ছিল বার্সেলোনা-নাপোলি এবং বায়ার্ন মিউনিখ-চেলসির মধ্যকার ম্যাচের ভাগ্য নির্ধারণের। এবার আগামী সপ্তাহের এ ম্যাচ দুটিও পিছিয়ে গেল। ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, উলভস ও রেঞ্জার্সের ম্যাচও স্থগিত হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ