Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ৪:৩৪ পিএম

বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে পারবে না নেইমার ও লিওনেল মেসিদের ব্রাজিল ও আর্জেন্টিনা। কারণ তাদের ম্যাচ স্থগিত হয়ে গেছে। ঠিক কী কারণে পিছিয়ে গেল ম্যাচ। উত্তরটা না দিলেও সমস্যা নেই। কারণটা ইতোমধ্যে ফুটবলপ্রেমীরা আন্দাজ করে ফেলেছেন। ম্যাচ আয়োজনে বাধা তো এখন একটাই-করোনাভাইরাস।

শুধু ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচই নয়। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের সব ম্যাচই স্থগিত করেছে ফিফা।

কনমেবলের সঙ্গে আলোচনা করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বের সব ম্যাচ স্থগিত করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।

ব্রাজিলের প্রতিপক্ষ ছিল বলিভিয়া ও পেরু। আর ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ