Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইট কর্ণের ঘোষণায় চকলেট গুঁড়োদুধ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

সুইট কর্নের ঘোষণা দিয়ে চকলেট ও গুঁড়ো দুধ আমদানির মাধ্যমে দেড় কোটি টাকা শুল্কফাঁকির চেষ্টা উদঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চালানের শতভাগ কায়িক পরীক্ষায় মিথ্যা ঘোষণার বিষয়টি বুধবার সন্ধ্যায় ধরা পড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনসূয়া। তিনি বলেন, মিথ্যা ঘোষণায় পণ্য এনে এক কোটি ৪০ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে আমদানিকারক। আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাস্টম কর্মকর্তারা জানান, আমদানিকারক প্রতিষ্ঠান সামিত ট্রেডিং ইন্টারন্যাশনালের এ সব পণ্য চট্টগ্রাম বন্দরে আনে নগরীর বাংলাবাজারের শিপিং এজেন্ট রেলাইন্স শিপিং লজিস্টিক লিমিটেড। কাস্টমসে দুই চালানের আইজিএম দাখিল করা হয় ৪ জানুয়ারি। কিন্তু কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি।
দুই চালানের একটিতে ঘোষণা ছিল সুইচ কর্ন অ্যান্ড অলিভ এবং অপর চালানের ঘোষণা ছিল সুইট কর্ন। চালান দুটি সিঙ্গাপুর থেকে আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল। তবে এক চালানে ২ হাজার ২৫১ কার্টনে ১৩ হাজার ২৫৮ কেজি চকলেট এসেছে সিঙ্গাপুর থেকে। আর দ্বিতীয় চালানে ২০০০ কার্টনে ২১ হাজার ৬০০ কেজি লেকটোজেন বেবি মিল্ক পাউডার এসেছে তুরস্ক থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুঁড়োদুধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ