পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিন্ডিকেট চক্র মালয়েশিয়ার শ্রমবাজার দখলে নিতে এখনো সক্রিয় রয়েছে। সরকারের আন্তরিক প্রচেষ্টা স্বত্বেও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণ বার বার বাধাগ্রস্থ হচ্ছে। বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোকে শ্রেণিবিন্যাসের উদ্যোগ নেয়া হলে সম্ভাবনাময় শ্রমবাজার সিন্ডিকেটের কবলে চলে যাবে। এতে সাধারণ জনশক্তি রফতানিকারকদের অধিকার ক্ষুন্ন হবে এবং তাদের রুটিরুজি দরজা বন্ধ হবে। বিদেশ গমনেচ্ছু কর্মীদের স্বার্থে অবিলম্বে রিক্রুটিং এজেন্সি শ্রেণিবিন্যাস কার্যক্রম রহিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে রিক্রুটিং এজেন্সি শ্রেণিবিন্যাস বাতিলের দাবিতে রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি এম টিপু সুলতানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহসভাপতি শেখ ইকবাল হোসেন, মহাসচিব আরিফুর রহমান আরিফ, জাহিদুল ইসলাম, আহমদ উল্লাহ বাচ্চু, খোরশেদ আলম, জুয়েল রহমান ও শাহিনর উদ্দিন।
সভাপতিত্বের বক্তব্যে টিপু সুলতান বলেন, বিদেশের মিশনগুলোতে জনবল স্বল্পতার কারণে অভিবাসী কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে সেবা পেতে বঞ্চিত হচ্ছে। অভিবাসী কর্মীদের স্বার্থে লেবার উইংগুলোতে দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোকে এ বি সি ডি’র নামে শ্রেণিবিন্যাস করা হলে মালয়েশিয়ার দশ সিন্ডিকেট চক্রদের স্বার্থ রক্ষা করা হবে। এতে সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে জনশক্তি রফতানির সুযোগ থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, অভিবাসী কর্মীরাই দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। তিনি অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমবাজার সম্প্রসারণের স্বার্থে রিক্রুটিং এজেন্সি শ্রেণিবিন্যাসের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।