মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
খদ্দের সেজে ম্যাসাজ পার্লারে পুলিশ কর্মকর্তারা যেতেন। জানার চেষ্টা করতেন সেখানে কী ঘটে? অবশেষে তারা জানতে পারলেন ম্যাসাজ পার্লারের আড়ালে চলছিল অসামাজিক কাজ। এরপর গত সোমবার হঠাৎ তল্লাশি চালিয়ে সেখান থেকে তিন নারীকে আটক করা হয়। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর নাগেরকয়েল জেলার। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এএসপি জওহরের নেতৃত্বে এই তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর পরে তিন নারীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, ম‚ল অভিযুক্তের নাম আলেকজান্ডার। তার বাড়ি কেরালায়। কয়েক বছর আগে নাগেরকয়েলে ওই ম্যাসাজ পার্লার খুলেন। সেখানে অসামাজিক কাজের জন্য পুদুচেরি, তিরুপ্পুর এবং অরণি থেকে তিন নারীকে আনা হয়েছিল। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।