Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

দখলমুক্ত হলো ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : দীর্ঘদিন পর সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ দখলমুক্ত হয়েছে। গতকাল সোমবার প্রশাসন ওই মাঠটি পুরোপুরি দখলমুক্ত করেছে।
জানা গেছে, হকারসহ অন্যরা স্বউদ্যোগেই নিজেদের স্থাপনা সরিয়ে নিয়েছেন। তবে, নগরবাসী কেউ যাতে আবারও সেখানে অস্থায়ী দোকান-পাট বসাতে না পারে, সে জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে, সোমবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ সংশ্লিষ্টরা মাঠটি পরিদর্শন করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, ঝামেলার কারণে দু’পক্ষকে মাঠ থেকে সরিয়ে দেয়া হয়েছে। মাঠটির সৌন্দর্য বর্ধনের জন্য তারা পরিকল্পনা গ্রহণ করবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, পাকিস্তানী আমল থেকে সিলেট শহরে রাজনৈতিকগুলোর বড় ধরণের সমাবেশের স্থান হিসাবে পরিচিত ছিল রেজিস্ট্রি মাঠ। নব্বইয়ের দশক থেকে মাঠটি পর্যায়ক্রমে হকারদের দখলে চলে যায়। কিন্তু, কোনভাবেই সেখান থেকে হকারদের উচ্ছেদ করা যাচ্ছিল না। এ অবস্থায় মাঠটি ক্রমশ সংকুচিত হতে থাকে। রেজিস্ট্রারী মাঠের দখল নিয়ে গত মে মাসে হকারদের সাথে দলিল লেখক সমিতির বিরোধ বাঁধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। অনির্দিষ্টকালের ধর্মঘটেরও ডাক দেয় দলিল লেখক সমিতি। এ অবস্থায় দু’পক্ষের বিরোধ মীমাংসায় উদ্যোগী হন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। মে’র শেষের দিকে দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসে ঈদুল ফিতরের পর রেজিস্ট্রি মাঠ থেকে হকার শেডসহ অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান কামরান। এ অনুযায়ী সোমবার মাঠ থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখলমুক্ত হলো ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ