Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করার কিছু নেই -নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৬:৩৬ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি বলেছেন, করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করার কিছু নেই এবং আতংকিত হবার কিছু নেই। দেশব্যাপী গত ভয়াবহ বন্যারমত করোনা ভাইরাস মোকাবেলায় সরকার প্রস্তুত আছে। আমরা এ করোনা ভাইরাসের কারণে মুজিব জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান কিছুটা ছোট করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গর্ব, অহংকার, চেতনা ও বিশ্বাস। এ মুজিব জন্ম শতবার্ষিকীতে আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের সপথ নিতে হবে। বৃহস্পতিবার সকালে বিরল ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এলজিএসসি-৩ প্রকল্পের আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষিত দরিদ্র বেকার যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সাথে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রি ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে এবং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেনের সঞ্চালোনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুল ইসলাম, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, দিনাজপুর কলোনীপাড়া মহিলা সমিতির নির্বাহী পরিচালক জান্নাতুস সাফা শাহিনুর। এছাড়া প্রমূখও বক্তব্য রাখেন।



 

Show all comments
  • Nadim ahmed ১২ মার্চ, ২০২০, ৭:১১ পিএম says : 0
    Then why are you doing politics with Corona virus you damn minister?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌপরিবহন প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ