Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় স্থগিত এনবিএর পুরো মৌসুম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৫:৪২ পিএম

করোনাভাইরাসের প্রকোপে একের পর এক ক্রীড়া ইভেন্ট স্থগিত হওয়ার পালে হাওয়া দিল আমেরকিার বাস্কেটবল টুর্নামেন্ট এনবিএ। বিশ্বব্যাপী দ্রুত মহামারি রূপ ধারণ করা এই ভাইরাসের জন্য এবার এনবিএর চলতি মৌসুম স্থগিত ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। এর আগে এনবিএ তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানায় ইউটাহ জাজের এক তারকা করোনা ভাইরাসে আক্রান্ত।

এই ঘোষণাটি আসে ইউটাহর ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে। ওকাহামার সিটি থান্ডারের বিপক্ষে খেলতে নামার ঠিক আগ মুহূর্তে এমন ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়ে সকলে। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত নতুন করে ৩৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৩ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৩৩৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ