Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দর্শকশূন্য স্টেডিয়ামেই আইপিএল?

আইপিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৫:৩৫ পিএম

এ বার কি আইপিএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে? করোনাভাইরাসের জেরে এমনই সম্ভাবনার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কারণ ভারতীয় ক্রীড়ামন্ত্রনালয় নির্দেশ, খেলাধুলার কোনও ইভেন্টে বেশি দর্শকের উপস্থিতি কাম্য নয় এই মুহূর্তে-খবর আনন্দবাজার পত্রিকার।

এই পরিস্থিতিতে দু’দিন পর (শনিবার) আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের মিটিং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। সেখানেই সম্ভবত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল-এর ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে।

এর আগে ইতালিতে ফুটবল লিগের ম্যাচও ফাঁকা স্টেডিয়ামে হয়েছে। ২৯ মার্চ শুরু হবে আইপিএল। চলবে ২৪ মে পর্যন্ত। ক্রীড়াসূচির যা অবস্থা তাতে আইপিএল পিছিয়ে দেওয়া সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। ক্রীড়াসূচি অনুযায়ী আইপিএল হতে হলে হয়তো এটাই একমাত্র পথ বলে মনে করছে ক্রিকেটমহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ