Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপা লিগের দুই ম্যাচ স্থগিত

ইউরোপা লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৪:৩৯ পিএম

উয়েফা ইউরোপা লিগে সেভিয়া ও রোমার মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল স্পেনে। আর ইতালির মাঠে গেটাফের বিপক্ষে খেলার কথা ইন্টার মিলানের। করোনা ভাইরাসের কারণে ইউরোপা লিগে শেষ ষোলোর দুটি ম্যাচই স্থগিত করেছে উয়েফা।

ইউরোপিয়ান শীর্ষ ফুটবল সংস্থাটি এই ঘোষণা দেয়। যদিও করোনার সংক্রমণ এড়াতে ম্যাচ দুটিতে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। উয়েফা এ ঘোষণা দেওয়ার আগে রোমা জানায়, স্পেনে বিমান অবতরণের অনুমতি না মেলায় সেভিয়ার মাঠে তারা খেলতে যেতে পারছে না।

বিবিসির এক প্রতিবেদনে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে গেটাফের ইতালি সফরে যেতে না চাওয়ার বিষয়টিও জানানো হয়। স্প্যানিশ (এএফই) ও ইতালির (এআইসি) খেলোয়াড়দের সংগঠন উয়েফাকে অনুরোধ জানিয়েছে এই দুই দেশের দলগুলোর মধ্যে সব খেলা স্থগিত করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ