মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের উহান শহর থেকে উৎপত্তি লাভ করা করোনাভাইরাস সংক্রমণ রোধে বিষাক্ত মদপানে অন্তত ৪৪ ইরানির প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি আছেন আরো ২৭০ জন। সংবাদ সংস্থা আল-জাজিরার তথ্যানুযায়ী, মঙ্গলবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের রাজধানী শহর আহভাজে এ ঘটনাটি ঘটেছে। মদপান করলে করোনাভাইরাসের সংক্রমণ হবে না এমন গুজব রটিয়ে পড়ায় বিষাক্ত মদপানে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত চার হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ১৬ হাজার ৬শ জন। এদিকে আহভাজ জন্ডি শাপুর বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল সায়েন্সের মুখপাত্র ড. আলী এহসানপুর ইরনা নিউজ এজেন্সির কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষাক্ত মদপান করে অনেক লোক বিষক্রিয়ার শিকার হয়েছেন।
আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।