Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পাবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

আগামীকাল শুক্রবার বলিউডের ‘আংরেজি মিডিয়াম’ ফিল্মটি মুক্তি পাবে। এর সঙ্গে বলিউডের কোনও ফিল্ম মুক্তি পাবে না, সুতরাং বাণিজ্যিক ঝুঁকি কম। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিন্দি মিডিয়াম’ ফিল্মের স্পিন-অফ ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পাবে ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওসের ব্যানারে। ফিল্মটি প্রযোজনা করেছেন দিনেশ বিজন। হোমি আদাজানিয়ার পরিচালনায় অভিনয় করেছেন ইরফান খান, রাধিকা মদন, কারিনা কাপুর খান, দীপক দোব্রিয়াল, ডিম্পল কাপাডিয়া, রনবীর শোরে, কিকু শারদা, পঙ্কজ ত্রিপাঠী এবং জাকির হুসেন। সচিন-জিগার এবং তনিষ্ক বাগচী সঙ্গীত পরিচালনা করেছেন। ১৪ কোটি রুপি বাজেটে নির্মিত ‘হিন্দি মিডিয়াম’ আয় করেছিল ৩২২ কোটি রুপি। কাহিনী ছিল এক মধ্যবিত্ত দম্পতির যারা হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছেন, একমাত্র কন্যাকে ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করাবার জন্য তাদের ইংরেজি জানার প্রয়োজনীয়তা দেখা দেয়। এবার তাদের কন্যা (রাধিকা) ইংল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে ঠিক করলে নতুন এক সংকটে পড়ে বাবা (ইরফান)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আংরেজি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ