Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়া একাদশ-বিশ্ব একাদশ টি-টোয়েন্টি সিরিজ স্থগিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ৬:১৭ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছিল সরকার। কিন্তু করোনাভাইরাসের আক্রমণে তা বাতিল করতে হল। এরই ধারাবাহিকতায় বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করা হয়েছে। আজ (বুধবার) এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে এ আর রহমানের কনসার্টও স্থগিত করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ মুজিববর্ষ ঘোষণা করে সরকার। আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধণী অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

এশিয়া এবং বিশ্ব একাদশের ম্যাচ মাঠে গড়ানোর আগে ১৮ই মার্চ একটি অনুষ্ঠানও আয়োজন করা ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে রবিবার প্রাণঘাতী করোনাভাইরাস ছোবল দেয় বাংলাদেশেও। দেশের ক্রীড়াঙ্গনেও যার প্রভাব পড়েছে।

মুজিববর্ষ উপলক্ষ ১৭, ২৫ এবং ২৬ মার্চের অনুষ্ঠান স্থগিত নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'দেশ এবং দেশবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা তাই কয়েকটি অনুষ্ঠান বাতিল করছি। পরবর্তী ঘোষণা দিলে সে সকল অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে বাকি সকল কর্মসূচি যথারীতি আয়োজন করা হবে।'

মাননীয় প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিলেও বিসিবির পক্ষ থেকে এখনও কোনো কিছু বলা হয়নি। তবে সোমবার বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সতর্ক ছিল বিসিবি।

জনসমাগম কমাতে টি-টোয়েন্টি ম্যাচের জন্য জনপ্রতি একটি টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয় বোর্ড। এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেছিলেন, 'প্রত্যেককে একটি করে টিকেট নিতে হবে। টিকেট কিনতে গেলে চারজনকেই নিয়ে আসতে হবে। পরিবারকে নিয়ে যদি না যেতে পারি তাহলে আমি যাবো না।'

তিনি আরো বলেন, 'আমরা এখানে একটি বার্তা দিতে চাই। বার্তাটা হচ্ছে তুমি একজন একটা টিকেট নিতে পারবা, বার্তাতা খুব পরিষ্কার আমরা চাচ্ছি না যে বেশি লোক আসুক। এটা শুধুমাত্র মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য।'

রবিবার দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরপরপরই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ঘোষণায় বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় যা আছে সেভাবেই সবকিছু করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পরেও করা যাবে। দেশের মানুষের কাছে তথ্য গোপন করা যাবে না। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। আমি সবার সঙ্গে আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ