Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্যরকম ‘ফিফটির’ দ্বারপ্রান্তে সৌম্য

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৯:১০ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০তম খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। আগামীকাল (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ খেলতে নামলেই ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন সৌম্য। বাংলাদেশের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন সৌম্য।

২০১৫ সালে এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় সৌম্যর। গেল পাঁচ বছরে এখন পর্যন্ত ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। ২টি হাফ সেঞ্চুরিসহ ১৮ দশমিক ৪০ গড়ে এ পর্যন্ত এ ভার্সনে মোট ৮৬৫ রান করেছেন সৌম্য।

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি স্বাদ পান সৌম্য। ২১ ইনিংস পর দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। অভিষেকের ২৬ ইনিংস পর প্রথম হাফ-সেঞ্চুরি তুলেন সৌম্য।

সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ বা তার বেশি ম্যাচ খেলা খেলোয়াড় :



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ