Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই জুলাইতেই শেষ হচ্ছে ‘বালিকা বধূ’

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কালার্স টিভি জানিয়েছে আট বছর দর্শকদের টিভি পর্দায় আবিষ্ট করে রাখার পর ‘বালিকা বধূ’ সিরিয়ালটি বিদায় নিতে যাচ্ছে। চ্যানেল আর প্রডাকশন হাউস এই বিদায় নেয়ার কারণ ব্যাখ্যা না করলেও সূত্র জানিয়েছে পড়তি টিআরপিই এর জন্য দায়ী।
চ্যানেলের অনুভব হল সিরিয়ালটি যা দেবার তা দিয়েছে এখন এটিকে আর টেনে নেয়ার কোনও প্রয়োজন নেই। এছাড়া, শোটি এতদিন যেভাবে রেটিং ধরে রাখতে পারছিল এখন আর পারছে না বলে চ্যানেল আর এটিকে এগিয়ে নিতে চাইছে না। জানা গেছে বেশ কয়েকবার প্রচারের সময় বদল এবং কাহিনীর পাত্রপাত্রীদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরই এই জনপ্রিয়তা হ্রাসের কারণ। এসব বিবেচনা করে চ্যানেল এই মাসের শেষ থেকে সিরিয়ালটি প্রত্যাহার করবে।
চ্যানেল জানিয়েছে ২২ জুলাই শিল্পীরা শেষবার শুটিংয়ে অংশ নেবে এবং ৩১ জুলাই এর শেষ পর্ব প্রচারিত হবে।
সিরিয়ালের দুই মূল অভিনয়শিল্পী মাহি বিজ এবং রুসলান মুমতাজ জানিয়েছেন তারা এই বিষয়ে জানে না।
২০১৬’র মে মাস পর্যন্ত ২,০০০ পর্ব প্রচারিত হলে ‘বালিকা বধূ’ লিমকা বুক অফ রেকর্ডসে সবচেয়ে দীর্ঘদিন প্রচারিত হিন্দি সিরিয়াল হিসেবে স্থান করে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এই জুলাইতেই শেষ হচ্ছে ‘বালিকা বধূ’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ