Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দিনে দুই দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৭:০৭ পিএম

ইংল্যান্ডকে হোম ও অ্যাওয়ে অ্যাশেজ সিরিজ জেতানো কোচ অ্যান্ডি ফ্লাওয়ার তিনদিনে দুটি চাকরি পেয়ে গেলেন। তিন দিন আগে (শনিবার) আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ হন। দুইদিন পর গতকাল (সোমবার) সিপিএল ক্লাব সেন্ট লুসিয়া জুকসের প্রধান কোচ হওয়ার খবর পেলেন সাবেক জিম্বাবুয়ান ক্রিকেটার।

২০১৬ সালে শেষবার সিপিএল নকআউটে খেলা সেন্ট লুসিয়ার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের সাবেক কোচ, ‘এই দলটির কোচ হতে পেরে আমি রোমাঞ্চিত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ভক্ত আমি। সেন্ট লুসিয়ার ভক্তদের উচ্ছ্বাসে ভাসাতে পারলে ভালো লাগবে।’

ইংল্যান্ডের ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ ফ্লাওয়ার। পরের বছর তার অধীনেই টেস্টের শীর্ষ র‌্যাঙ্কিংধারী হয়েছিল তারা। তাকে নিয়োগ দিতে পেরে আনন্দিত পাঞ্জাবের প্রধান নির্বাহী সতীষ মেনন, ‘অ্যান্ডি ফ্লাওয়ারের মতো বিখ্যাত একজনকে পেয়ে আমি খুশি। আমরা নিশ্চিত সামনের মৌসুমটা দারুণ কাটবে।’

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন ফ্লাওয়ার। এরপর ইসিবির এলিট ক্রিকেটের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। গত বছর ওখান থেকে পদত্যাগ করেন। কোচ হন মারাঠা অ্যারাবিয়ান্সের, জেতান টি-টেন লিগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ