Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আতঙ্কে দর্শকবিহীন মাঠে খেলবেন মেসিরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৬:৪৬ পিএম

চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১৮ই মার্চ বার্সেলোনা আতিথ্য দেবে ইতালির ক্লাব নাপোলিকে। এই ম্যাচটি দর্শকশূন্য মাঠে হবে বলে জানিয়েছেন কাতালুনিয়া সরকারের স্বাস্থ্য বিভাগের প্রধান হুয়ান জিক্স। আর উয়েফা ইউরোপা লীগের শেষ ষোলোর প্রথম লেগে আগামীকাল রাতে ইতালির ক্লাব এএস রোমাকে নিজেদের মাঠে আতিথ্য দেবে সেভিয়া। এ ম্যাচটিও দর্শকশূন্য মাঠে আয়োজনের ঘোষণা দিয়েছেন স্পেনের স্বাস্থ্য মন্ত্রী সালভাদর ইয়া।

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে স্প্যানিশ লা লিগাতেও দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিতে চলেছে স্পেন সরকার। লা লিগার ম্যাচ দর্শকবিহীন স্টেডিয়ামে হবে কি না এ ব্যাপারে স্পেনের স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি। তবে যেকোনো সময় এই অবস্থানের পরিবর্তন আসতে পারে। স্প্যানিশ লীগ কর্তৃপক্ষ এ ব্যাপারে দেশটির স্বাস্থ্য বিভাগের নির্দেশের অপেক্ষায় রয়েছে। এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

আগামী ২১ ও ২২শে মার্চের লা লিগার ম্যাচগুলো স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছাড়াই মাঠে গড়াতে পারে। দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজনের নিষেধাজ্ঞা আসলে এর আওতায় পড়ে যেতে পারে ২১শে মার্চ রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ও ২২শে মার্চ বার্সেলোনা-লেগানেসের ম্যাচও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ