Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অ্যামেরিকা’জ গট ট্যালেন্ট’-এর জাজ সোফিয়া ভেরগারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

রিয়েলিটি শো ‘অ্যামেরিকা’জ গট ট্যালেন্ট’-এর (‘এজিটি’) পঞ্চদশ মৌসুমে বিচারকের আসনে বসতে যাচ্ছেন সোফিয়া ভেরগারা এবং সুপারমডেল হাইডি ক্লুম। ভেরগারা আর ক্লুম ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত ছয় মৌসুমে অনুষ্ঠানটিতে জাজের ভূমিকা পালন করেছেন। তাদের সঙ্গে একই দায়িত্বপালন করবেন হাউই ম্যান্ডেল, টেরি ক্রুজ এবং রিয়েলিটি শোটির স্রষ্টা এবং নির্বাহী প্রযোজক সায়মন কাওয়েল। “আমি ‘এজিটি’র নতুন পরিবারে যোগ দিয়ে খুশি। আমার জন্য এটি নতুন আর রোমাঞ্চকর এক অধ্যায়। এই অনুষ্ঠানে প্রথমবারের মত ল্যাটিনো জাজ হতে পেরে আমি গর্বিত। নতুন প্রতিভা আর আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছি,” ভেরগারা বলেন। ভেরগারা আর ক্লুম গ্যাব্রিয়েল ইউনিয়ন এবং জুলিয়েন হাফের স্থলাভিষিক্ত হবেন। সায়মন, হাউয়ি আর টেরির সঙ্গে ‘এজিটি’তে যোগ দিতে পারছি বলে রোমাঞ্চিত বোধ করছি। আসল কথা হল সুস্বাদু এই কেকে আইসিং হিসেবে এরই মধ্য সোফিয়া ভেরগারা যোগ দিয়েছেন,” ক্লুম বলেন। ‘অ্যামেরিকা’জ গট ট্যালেন্ট’-এর পঞ্চদশ মৌসুম আগামী জুন মাসে শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ