Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্ত ধরতে পুলিশের স্মার্ট হেলমেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ৪:০৫ পিএম

পাঁচ জনের মধ্য থেকে করোনা আক্রান্তকে শনাক্ত করতে বিশেষ হেলমেটের ব্যবহার শুরু করেছে চীনা পুলিশ। বিশেষ ভাবে নির্মিত এই হেলমেটটিকে বলা হচ্ছে স্মার্ট হেলমেট। চীনা প্রশাসনের দাবি, এই স্মার্ট হেলমেটের নজর এড়ানো মুশকিল। করোনা আক্রান্তকে ঠিক চিহ্নিত করে ফেলবে। প্রাণঘাতী করোনায় রাশ টানতে পুলিশ অফিসারদের হাতে এই স্মার্ট হেলমেট তুলে দিয়েছে চীনা প্রশাসন। এই হেলমেট পড়েই তাদের রাস্তায় নেমে ডিউটি করতে হচ্ছে।

চীনা সংবাদমাধ্যম সূত্রে খবর, পথচারীদের মধ্য থেকে করোনা আক্রান্তদের চিহ্নিত করতে চীনা পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় পেট্রলিং করছে। সকলের মাথায় রয়েছে ওই স্মার্ট হেলমেট। পথচারীর শরীরের তাপমাত্র বেশি থাকলে, ওই স্মার্ট হেলমেট জানিয়ে দেবে। জানা গিয়েছে, ওই হেলেমেটে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা। কোনও পথচারীর শরীরে তাপমাত্রা বেশি থাকলেই ওই ক্যামেরা থেকে অ্যালার্ম বাজবে। গায়ের তাপমাত্রা বৃদ্ধি করোনা সংক্রমণের অন্যতম লক্ষণ। সোশ্যাল মিডিয়ায় চীনের এই স্মার্ট হেলমেট ইতিমধ্যেই ভাইরাল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কারও শরীরে তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই পুলিশকে অ্যালার্ট করছে হেলমেট।

প্রাণঘাতী এই ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই এ পর্যন্ত আক্রান্ত ৮০ হাজার ৬৫১ জন। মারা গিয়েছেন ৩ হাজার ৭০ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। তবে, চীনের পর করোনা-মৃত্যুতে এগিয়ে ইতালি। প্রতি ঘণ্টায় সেখানে ২৫ জন করোনায় আক্রান্ত হচ্ছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৬ হাজার ৭৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪৪ জন। সেখানে ইতালিতে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। আক্রান্ত ৪ হাজার ৬৩৬ জন। ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৪৭। মৃত্যু হয়েছে ১২৪ জনের। এ ছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন, সিঙ্গাপুর, কুয়েত, বাহারিন, ব্রিটেন, মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ড-সহ ৯০টিরও বেশি দেশ করোনায় আক্রান্ত। সূত্র: টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ