Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের হারে বার্সার স্বস্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ৪:০৪ পিএম

এই যেন বার্সেলোনা সমর্থকদের মনে স্বস্তি এনে দিল রিয়াল মাদ্রিদ! ১ মার্চ এল ক্লাসিকোর ম্যাচে নিজেদের মাঠে কাতালানদের উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। জয় নিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠে জিনেদিন জিদানের দল। কিন্তু সপ্তাহ না ঘুরতেই উড়তে থাকা রিয়ালকে মাটিতে নামাল রিয়াল বেতিস। তাতে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ল রিয়ালের; বলাই যায় এল ক্লাসিকোতে বার্সাকে হারতে দেখা ভক্তদের মনে স্বস্তি মিলেছে!

রোববার পয়েন্ট টেবিলে ১২ নম্বরে থাকা বেতিসের মাঠে ২-১ গোলে হারে শক্তিশালী রিয়াল। যদিও ম্যাচের আগের রাতে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে টেবিলের চূড়ায় ফেরে বার্সা; ততক্ষণে রিয়ালের সঙ্গে তাদের ব্যবধান ছিল এক। এই ম্যাচে সুযোগ ছিল শীর্ষে ফেরার; কিন্তু প্রতিপক্ষের মাঠে ধরাশায়ী হলো বেনজেমা-রামোসরা।

২৭তম রাউন্ড শেষে এবার বার্সেলোনা এগিয়ে গেল দুই পয়েন্টে। রিয়াল মাদ্রিদের সর্বনাশ অবশ্য করেছেন সাবেক এক বার্সেলোনা খেলোয়াড়। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর ৮২ মিনিটে ক্রিশ্চিয়ান টেয়োর গোলে জয় নিশ্চিত হয়েছে বেতিসের।

এর আগে, প্রথমার্ধে রিয়ালের জালে প্রথম গোলটি করেন সিডনি। বিরতির ঠিক আগ মুহূর্তে করিম বেনজেমার গোলে সমতায় প্রথম পর্বের খেলা শেষ করলেও দ্বিতীয়ার্ধের ৮২তম মিনিটে ২০১৭ সালে পাকাপাকিভাবে বার্সা থেকে বেতিসে যোগ দেওয়া টেয়ো রিয়াল সমর্থকদের হতাশ করেন।

বেনজেমার বাজে পাসে বল পেয়ে যাওয়া বার্সেলোনা সাবেক এই খেলোয়াড় কিছুটা এগিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন। বাকি সময় দারুণ চেষ্টা করলেও সমতা আর ফেরাতে পারেনি রিয়াল।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে রিয়াল। সমান ম্যাচে বেতিসের পয়েন্ট ৩৩।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ