Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাঙ্কের ব্যাটে লাহোরের বড় জয়

পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১:০০ এএম

অ্যালেক্স হেলসের অপরাজিত ৮০ ও চাদওয়াক ওলাটনের ঝড়ো ৪৫ রানে ভর করে লাহোর কালন্দার্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল করাচি কিংস। তবে বেন ডাঙ্কের (অপরাজিত ৯৯) ব্যাটে সেই চ্যালেঞ্জ ঠিকমতোই উতরে গেল লাহোর। করাচির দেয়া ১৮৮ রানের টার্গেট ৫ বল হাতে রেখেই জেতে লাহোর। হাতে ছিল আট উইকেট।

রোববার রাতে পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ম্যাচে টস জিতে করাজিকে ব্যাটিংয়ে পাঠান সোহেল আকতার। দ্রুত শারজিল খানের উইকেট পেলেও অন্যপ্রান্তে বাবর আজম ও অ্যালেক্স হেলস ছিরে অনড়। বাবর ৩৮ রানে ফিরে গেলেও হেলস শেষ অবধি ৮০ রানে অপরাজিত থাকেন। শেষে ওয়ালটনের ২০ বলে ৪৫ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান তোলে করাচি। মাজ খান দুটি ও সালমান ইরসাদ নেন একটি উইকেট।

রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় লাহোর। ফখর জামান (০) ও মোহাম্মদ হাফিজ (১৬) বিদায় নেন দ্রুত। তবে অধিনায়ক সোহেল খান (৬৮) ও বেন ডাঙ্কের (৯৯) অপরাজিত ইনিংসে ৮ উইকেটের বড় জয় পায় লাহোর। মোহাম্মদ আমির ও উমর খান একটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন বেন ডাঙ্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ